Home No title bySakibsami •August 30, 2025 0 পোস্ট নাম্বার 1জীবনের পথ সবসময় সমান হয় না। কখনো শান্ত স্রোতের মতো মসৃণ মনে হয়, আবার হঠাৎই তুমুল ঝড়ে ভেসে যায় সবকিছু। সুখ আর দুঃখ—দুটোই জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সত্য কথা হলো, প্রতিটি ঝড়ের ভেতরেই লুকিয়ে থাকে একেকটা শিক্ষা, আর প্রতিটি রৌদ্রোজ্জ্বল দিন আমাদের মনে করিয়ে দেয় কৃতজ্ঞ থাকার কথা।মানুষ ভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু বাস্তবে অনেক কিছুই আমাদের হাতে থাকে না। আমরা চাই বা না চাই, জীবন মাঝে মাঝে আমাদের সামনে কঠিন পরীক্ষা নিয়ে আসে। তখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, আর কোনো পথ খোলা নেই। অথচ ঠিক সেই সময়েই আমাদের সবচেয়ে বেশি দরকার হয় ধৈর্য, বিশ্বাস আর ভরসা। কারণ ঝড়ের পরেই যেমন আকাশ পরিষ্কার হয়, তেমনি কষ্টের পরেও আসে শান্তি।অনেক সময় আমরা ছোট ছোট সুখকে উপেক্ষা করি। ভোরের রোদ, বৃষ্টির ফোঁটা, বন্ধুর একটুখানি হাসি—এসবই জীবনকে সুন্দর করে তোলে। কিন্তু আমরা এত বড় স্বপ্নের পিছনে দৌড়াই যে এই ছোট ছোট আনন্দগুলোকে মিস করি। অথচ জীবনকে টিকিয়ে রাখে এসব মুহূর্তই।তাই যত বাধা আসুক, হাল ছাড়ার মানুষ হওয়া যাবে না। মনে রাখতে হবে, প্রতিটি দিনের ভেতরেই লুকিয়ে আছে নতুন সম্ভাবনা। যত অন্ধকারই হোক না কেন, আলো আসবেই। শুধু দরকার বিশ্বাস রাখার, সাহস নিয়ে “"সংখ্যা "5"” এগিয়ে যাওয়ার আর প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করার। Facebook Twitter